পাকিস্তানের বিশ্বকাপ বর্জনের সাহস নেই: রাহানে

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্কা রাহানে। তার মতে, এতটা বড় ও কঠোর সিদ্ধান্ত নেওয়ার মতো দৃঢ়তা পাকিস্তানের নেই।

বাংলাদেশের ভারতে সফর করতে অস্বীকৃতির পর আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রতিক্রিয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি বিশ্বকাপ বর্জনের হুমকি দেন এবং বাংলাদেশের ম্যাচগুলো পাকিস্তানে আয়োজনের প্রস্তাবও দেন। তবে পিসিবির কোনো প্রস্তাবই গ্রহণ করা হয়নি। বরং পাকিস্তান যদি টুর্নামেন্ট বর্জনের সিদ্ধান্ত নেয়, তাহলে কঠোর নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে-এমন সতর্কবার্তাও দিয়েছে আইসিসি।

ক্রিকবাজে দেওয়া মন্তব্যে পাকিস্তানের অবস্থান নিয়ে সরাসরি কথা বলেন রাহানে। তিনি বলেন, ‘আমি মনে করি না তারা এটা করবে। এতটা সাহস তাদের নেই।’

তার এই মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত, হুমকি বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও পিসিবি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে, তবু পাকিস্তানের অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয় বলে জানিয়েছে বোর্ড। মহসিন নাকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে পাকিস্তান সরকারের পরামর্শের ওপর। বিশেষ করে শ্রীলংকায় নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার বিষয়টি সরকার কীভাবে দেখে, সেটিও গুরুত্বপূর্ণ।

নাকভি খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘আমরা সরকারের পরামর্শের অপেক্ষায় আছি। সরকার আমাদের যা করতে বলবে, আমরা সেটাই করব। যদি তারা চায় না আমরা বিশ্বকাপে যাই, তাহলে আমরা সেই সিদ্ধান্ত মেনে নেব।’

সব মিলিয়ে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। তবে অজিঙ্কা রাহানের বিশ্বাস, টুর্নামেন্ট শুরু হলে শেষ পর্যন্ত মাঠে নামবেই পাকিস্তান দল।

  • Related Posts

    বাংলাদেশের পাশে দাঁড়াতে বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ভাবনায় পাকিস্তান

    বিশ্ব ক্রিকেট অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে-এমন এক সিদ্ধান্ত বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বহুল আলোচিত গ্রুপ ম্যাচটি কৌশলগতভাবে না খেলার (ফরফিট) চিন্তাভাবনা…

    পাকিস্তানের ভাবনায় বিশ্বকাপ

    আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এখনও কাটেনি। তবে খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত আসছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। সোমবার তিনি বলেন, ‘শুক্রবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *