নুরের ওপর হামলা নিয়ে যা বলল ইসলামী আন্দোলন বাংলাদেশ

গণপরিষদ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই প্রতিবাদ জানান। তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী ও নির্যাতিত নেতা নুরুল হক নুরের ওপরে এই ধরণের হামলা কোন যুক্তিতেই মেনে নেয়া যায় না, সহ্য করা যায় না।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া হলো, ফ্যাসিবাদের সম্ভাব্য যে কোন ধরণের উত্থান রুখে দেয়া। বিগত আমলে গণতন্ত্রের বিরুদ্ধে ও ফ্যাসিবাদের পক্ষে জাতীয় পার্টির ন্যাক্কারজনক ভূমিকা সকলের জানা। বলতে গেলে আওয়ামী ফ্যাসিবাদের আইনী পাটাতন নির্মাণে প্রধান ভূমিকা ছিলো তাদের। ৫ আগষ্টের পরে জাতীয় পার্টির বিষয়েও সিদ্ধান্ত নেয়া দরকার ছিলো। সেটা করা হয় নাই। এখন জাতীয় পার্টির ইস্যুতে নুরের মতো একজন ফ্যাসিবাদ বিরোধী নেতাকে রাস্তায় লাঠিপেটা করা স্পষ্টত জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয়া। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই, এটা মাঠে থাকা সেনা ও পুলিশ সদস্যের তাৎক্ষণিক নেয়া ভুল সিদ্ধান্তের ফল। সেজন্য তারা কেন ফ্যাসিবাদ বিরোধী শীর্ষ একজন নেতাকে মারধোর করলো তার জবাবদিহি করতে হবে এবং এর পেছনে কার মদদ বা উস্কানি আছে বের করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে সরকারের শীর্ষ কর্তাদের দ্রুত ও কার্যকর ভূমিকা দেখতে চাই অন্যথায় ফ্যাসিবাদের পক্ষে কারা দাড়ানোর সাহস করে তা ফ্যাসিবাদ বিরোধী শক্তি দেখবে।’

  • Related Posts

    জুলাই সনদ সই নতুন অধ্যায়ের সূচনা: মির্জা ফখরুল

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘জুলাই সনদ সই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।’ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর শেষে…

    জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ৭ দফা অঙ্গীকার

    বহুল আলোচিত ‘ঐতিহাসিক জুলাই সনদে’ স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এতে স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো সাত দফা অঙ্গীকার করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর)…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *