তানোরে শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএনপির ২ পক্ষের সংঘর্ষ, আহত ডজন খানেক

রাজশাহী ব্যুরো:

রাজশাহীর তানোরে শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন। আর ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা মাঠে রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সুলতানুল ইসলাম তারেক ও মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের সমর্থদের মধ্যে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জানা যায়, ওই মাদরাসা মাঠে শীতবস্ত্র, ক্যালেন্ডার ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের আয়োজন করে গোদাগাড়ী বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতানুল ইসলাম তারেক। বিকেলে এই আয়োজনের সময় শরিফ উদ্দীনের সমর্থকরা গিয়ে বাধা দেয়। এসময় বেশ কিছু চেয়ার ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে তারেকের অন্তত চারজন কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়।

কিছুক্ষণ পর সেখানে যান সুলতানুল ইসলাম তারেক নিজেই। তিনি যাওয়ার পর তার সমর্থকেরা শরিফ উদ্দীনের কর্মী-সমর্থকদের ওপর পাল্টা হামলা চালায়। বেঁধে যায় সংঘর্ষ। এতে উভয়পক্ষের আরও ১২ জন আহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

/এটিএম

  • Related Posts

    দেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

    বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল…

    মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিল জামায়াত

    জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীদের মোটরসাইকেলে শোভাযাত্রা করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৪ নভেম্বর) জামায়াত আমিরের দেওয়া এমন নির্দেশনা দেশের সব শাখায় পাঠানো হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *