চলছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের নানা দেশের সমসাময়িক ও শিল্পমানসম্পন্ন সিনেমার মিলনমেলায় পরিণত হয়েছে উৎসবটি। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের ৭০টিরও বেশি দেশের ২৪৬টি সিনেমা। উৎসবের মূল ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম। আজ উৎসবের চতুর্থ দিন। এদিন বিভিন্ন মিলনায়তনে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে মোট ৪৩টি সিনেমার প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন। এক নজরে দেখে নেওয়া যাক আজকের আয়োজন।







