ডাকসু নির্বাচনের প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। ভোট শুরু হবে সকাল ৮টা থেকে এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের জন্য হলের বাইরে আটটি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার ডাকসু নির্বাচনের প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন তা জানা গেছে।

ভিপি

১। উমামা- ভূতত্ত্ব বিভাগের নিচতলায়

২। আবিদ ও সাদিক- উদয়ন স্কুলের মাঝখানের সিঁড়ির ২য় তলায়

৩। কাদের ও শামীম- সিনেটের ডাইনিং রুম

৪। ইমি- ইউল্যাব স্কুলের নিচতলায়

৫। বিন ইয়ামিন- সিনেটের সেমিনার রুম

জিএস

১। মেঘমল্লার- শারীরিক শিক্ষা কেন্দ্রের ইনডোর গেমস রুম

২। হামিম ও ফরহাদ- উদয়ন স্কুলের মাঝখানের সিঁড়ির ২য় তলায়

৩। আবু বাকের- কার্জন হল পরীক্ষা কেন্দ্র

৪। আরাফাত, সাদী ও আশিক- উদয়ন স্কুলের পশ্চিম পাশের ২য় তলার ২০৩, ২০৪ ও ২০৫ নম্বর কক্ষ

এজিএস

১। মায়েদ- সিনেটের ডাইনিং রুম

২। মহিউদ্দিন ও হাসিব- উদয়ন স্কুলের মাঝখানের সিঁড়ির ২য় তলায়

৩। জুবেল, তাহমিদ ও মহিউদ্দিন রনি- শারীরিক শিক্ষা কেন্দ্রের ইন্সট্রুমেন্ট রুম

৪। আশরেফা- ইউল্যাব স্কুলের নিচতলায়

  • Related Posts

    জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

    দীর্ঘ প্রতীক্ষার পরজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা শুরু করে…

    জাকসুর ভোট গণনা করতে গিয়ে কয়েকজন অসুস্থ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা করতে গিয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান। আজ শনিবার বেলা পৌনে ১২টার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *