জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা, পেলেন যারা

২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার করেছে সরকার। আজ বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে দেখা যায়, এবার ‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেতা আফরান নিশো ও ‘সাঁতাও’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন আইনুন পুতুল। যৌথভাবে মরণোত্তর সম্মাননা দেওয়া হবে চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং চিত্রগ্রাহক ও নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে।

সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। সিনেমাটির জন্য সেরা পরিচালক হয়েছেন খন্দকার সুমন। পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা মনির আহমেদ শাকিল (সুড়ঙ্গ), অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন)।

সেরা খল অভিনেতা আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা কৌতুক অভিনেতা শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ), সেরা শিশুশিল্পী মো. লিয়ন (আম কাঁঠালের ছুটি), একই সিনেমার জন্য শিশুশিল্পী বিশেষ শাখায় পুরস্কৃত হয়েছেন আরিফ হাসান আনাইয়া খান।

সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা সংগীতশিল্পী বালাম (গান- ও প্রিয়তমা, সিনেমা প্রিয়তমা), সেরা গায়িকা অবন্তী দেব সিথি (গোটা পৃথিবীতে খুঁজো, এ গাঁ ছুঁয়ে বলো, সিনেমা সুড়ঙ্গ)। সেরা গীতিকার সোমেস্বর অলি (গান ঈশ্বর, সিনেমা প্রিয়তমা) এবং একই গানের জন্য সেরা সুরকার হয়েছেন প্রিন্স মাহমুদ।

সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি), সেরা কাহিনিকার হয়েছেন ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা), সেরা গল্পকার রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ), সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাবু (ওরা সাত জন)।

সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), একই সিনেমার জন্য সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার ও সেরা পোশাক ও সাজ-সজ্জা শিল্পী বিথী আফরিন, সেরা শব্দগ্রাহক সুজন মাহমুদ (সাঁতাও)। সেরা মেকআপম্যান সবুজ (প্রিয়তমা), সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈতালী সমদ্দার নির্মিত মরিয়ম, সেরা প্রামাণ্য চলচ্চিত্র এলিজা বিনতে এলাহী নির্মিত ‘লীলাবতি নাগ: দ্য রেবেল’।

  • Related Posts

    নিখুঁত প্রতিশোধের নীলনকশা আঁকছেন জয়া!

    দুই বাংলার দাপুটে অভিনেত্রী জয়া আহসান। তার কাজ মানেই নতুনত্বের ছোঁয়া। এবার কলকাতার সিনেমা ‘ওসিডি’ নিয়ে এক ভিন্ন রূপে হাজির হলেন তিনি। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত…

    ২৭ বছর পর…

    এত ছোট জনম নিয়া জগতে আসিয়া’ গানটি শোনেননি এমন মানুষ মেলা ভার। প্রায় ২৭ বছর আগে মুক্তিপ্রাপ্ত শাহ আলম কিরণ পরিচালিত ‘আসামি বধূ’ সিনেমার গান এটি। মিল্টন খন্দকারের কথায় এর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *