চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

থাইল্যান্ডে চলন্ত একটি ট্রেনের বগির ওপর একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। খবর রয়টার্স, বিবিসি ও আল জাজিরা।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে দেশটির রাজধানী ব্যাংককের উত্তরে নাখোন রাতচাসিমা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার (১৪৩ মাইল) উত্তর-পূর্বে নাখোন রাতচাসিমা প্রদেশের শিখিও জেলায় উবন রাতচাথানি প্রদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল ট্রেনটি।

স্থানীয় পুলিশ রয়টার্সকে জানিয়েছে, একটি উচ্চগতির রেল প্রকল্পে কাজে ব্যবহৃত একটি ক্রেন হঠাৎ ভেঙে পড়ে চলন্ত ট্রেনটির ওপর। এতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং ট্রেনটির কিছু অংশে আগুন ধরে যায়।

থাই পুলিশ জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বর্তমানে উদ্ধারকাজ চলছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে পরিণত ট্রেনের বগি থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছে। এতে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থাই রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনটির আসন বিন্যাস অনুযায়ী দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৯৫ জন যাত্রী ও কর্মী উপস্থিত ছিলেন।

  • Related Posts

    ইরানে বিক্ষোভে ১২ হাজার মানুষ নিহত, ভিন্ন দাবি সরকারের

    ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও দমন অভিযানে অন্তত ১২ হাজার মানুষ নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বেশি—প্রায় ২০ হাজার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দেশটির সরকার বলছে, গত…

    বিক্ষোভে উত্তাল ইরান, নিহত প্রায় ২ হাজার

    ইরানে দুই সপ্তাহ ধরে চলা দেশব্যাপী বিক্ষোভ ও সহিংস দমন-পীড়নে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রায় ২,০০০ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের এক কর্মকর্তা এতথ্য জানিয়েছেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *