খুলনায় বাড়িতে ঢুকে সোহেল নামে এক যুবকের কপালে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর দুই নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
আশঙ্কাজনক অবস্থায় সোহেলকে (২৮) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ সোহেল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের স্বপন শিকদার ছেলে।
এলাকাবাসী সূত্র জানায়, দুপুর সোয়া ২টার দিকে দুই নম্বর কাস্টমস ঘাট এলাকার মনিরুল ইসলামের ভাড়াটিয়া সোহেল স্ত্রী টুম্পা বেগম ও সন্তান তাসকিনকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আসা ৬ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে ঘরের ভেতরে গিয়ে সোহেলের কপালে গুলি করে পালিয়ে যায়। প্রতিবেশীরা দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এর আগে গত ৩ আগস্ট একই স্থানে দুর্বৃত্তরা সোহেলকে লক্ষ্য করে গুলি করেছিল। তখনো তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।
এ বিষয়ে খুলনা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো.শাহজাহান আহমেদ বলেন, সোহেলের কপালে চোখের ওপরে গুলি লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে হত্যার উদ্দেশে তাকে গুলি করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা, একটি নারী ও শিশু নির্যাতন এবং একটি মাদক মামলাসহ তিন মামলা রয়েছে। তিনি জামিনে ছিলেন। যারা তাকে গুলি করেছে, তাদের পরিচয় শনাক্তসহ গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।







