কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী লিমিটেড’র ২০তম বার্ষিক সাধারণ সভা।।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

মোয়াজ্জেম হোসেন,কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২০ তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সমিতির ব্যবস্থাপনা পরিষদের আয়োজনে, দি-কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড(কালব)’র সহযোগিতায় শনিবার(১৮ জানুয়ারি)সকাল দশটায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. নকিব উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব “ঘ” অঞ্চলের ডিরেক্টর মনিকা মুন্সী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মো. আব্বাস আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ব্যাবস্থাপক মো.আবদুর রউফ, সাবেক বোর্ড সভাপতি মো.ইউসুফ আলী, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম, কলাপাড়া মহিলা কলেজ’র অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ, কালব কর্মকর্তাবৃন্দ, বর্তমান ও সাবেক কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে সদস্যদের মেধাবী সন্তানদের ২ হাজার টাক করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া ৬৪ জন ৬৪ জন বিভিন্ন ক্যাটাগরিতে না বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সমবায়ীকে পুরস্কার প্রদান করা হয়। সবশেষে আগে উপস্থিত ৪০ জন সদস্যকে লটারির মাধ্যমে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের সভাপতি মোঃ নকিব উদ্দিন বলেন, এই সমিতিতে যখন দ্বায়িত্ব নিয়েছিলাম সেই সময় সমিতি কালব’র কাছে দুই কোটি টাকা ঋণী ছিল। বর্তমানে সেই ঋণ পরিশোধ করে সমিতি ৫ কোটির উপরে মূলধন জমা রয়েছে। এটা সকল সদস্যের আন্তরিকতার জন্যই সম্ভব হয়েছে।

  • Related Posts

    দেশের রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার

    বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ দশমিক ৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল…

    মোটরসাইকেল শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিল জামায়াত

    জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় প্রার্থীদের মোটরসাইকেলে শোভাযাত্রা করা থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৪ নভেম্বর) জামায়াত আমিরের দেওয়া এমন নির্দেশনা দেশের সব শাখায় পাঠানো হয়েছে।…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *