
এশিয়া কাপে টিকে থাকার গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ ‘বি’তে প্রথমে ব্যাট করতে নামা টাইগাররা নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভারের শেষ বলে নুর আহমেদ নুরুল হাসানের হাতে ক্যাচ দিতেই ১৪৬ রানে শেষ হয় আফগানদের ইনিংস।
বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল। আপাতত আফগানিস্তানকে টপকে পয়েন্ট তালিকার দুইয়ে উঠল দলটি। দুই ম্যাচে দুটি জয় পাওয়া শ্রীলংকার পয়েন্টও ৪। তবে শ্রীলংকা নেট রান রেটের হিসেবে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে আছে। লংকানদের নেট রাট রেট +১.৫৪৬, বাংলাদেশের –০.২৭০।
অবশ্য বাংলাদেশের সুপার ফোরে ওঠার চাবিকাঠি এই শ্রীলংকার হাতেই। বৃহস্পতিবার শ্রীলংকা আফগানিস্তানকে হারালেই সুপার ফোরে যাবে বাংলাদেশ। ম্যাচটি পরিত্যক্ত হলেও বাংলাদেশই উঠবে সুপার ফোরে। তবে আফগানিস্তান জিতে গেলে আফগানরা উঠে যাবে সুপার ফোরে।
ফলে বাংলাদেশ ও শ্রীলংকার ভাগ্য নির্ধারিত হবে নেট রান রেটের হিসাবে। শ্রীলংকা এই হিসাবে এগিয়ে আছে আপাতত। তারা শেষ ম্যাচে পরে ব্যাট করে ৭০–৭৫ রানে হেরে গেলে অথবা শ্রীলঙ্কার রান আফগানরা ১১–১২ ওভারে মধ্যে পেরিয়ে গেলেই সে ক্ষেত্রে শ্রীলংকার ওপরে থাকবে বাংলাদেশ।
আজ মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিংয়ে ৫৯ রান তোলে বাংলাদেশ। তবে সপ্তম ওভারে রশিদ খান বোলিংয়ে এসেই উইকেটের দেখা পান। এই ঘূর্ণি জাদুকরের বলে বোল্ড হন সাইফ হাসান। এই ওপেনার ২৮ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৩০ রান করেন। ওপেনিং জুটিতে সাইফ ও তানজিদ হাসান তামিম ৪০ বলে ৬৩ রান তোলেন।
অধিনায়ক লিটন দাস বেশিক্ষণ টিকতে পারেননি। নূর আহমেদের বলে ৯ রানে আউট হন তিনি। দলের একমাত্র হাফসেঞ্চুরিয়ান তানজিদ টর্নেডো ইনিংস খেলে মাঠ ছাড়েন। এই বাঁহাতি ৩১ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করে সেই নূরের বলেই আউট হন।
দলের হয়ে এছাড়া তাওহিদ হৃদয় ২০ বলে ২৬ করে। আর জাকের আলী ও নুরুল হাসান সমান ১২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।