এখনো ভোট গণনা চলছে, ফল প্রকাশ বিকেলে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন শেষে চলছে ভোট গণনা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় এই ভোট গণনা শুরু হয়ে এখনো চলমান রয়েছে।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, মোট ১২টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এখন শহিদ রফিক-জব্বার, ২১নং ছাত্র হলের ভোট গণনা চলছে বলে জানা গেছে।

মানুয়ালি ভোট গণনার কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. লুৎফুল এলাহী। তিনি বলেন, ‘আশা করি আমরা বিকেল ৪টার মধ্যে ফল ঘোষণা করতে পারব।’

  • Related Posts

    জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে

    দীর্ঘ প্রতীক্ষার পরজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা শুরু করে…

    জাকসুর ভোট গণনা করতে গিয়ে কয়েকজন অসুস্থ

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা করতে গিয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান। আজ শনিবার বেলা পৌনে ১২টার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *