জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন শেষে চলছে ভোট গণনা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টায় এই ভোট গণনা শুরু হয়ে এখনো চলমান রয়েছে।
এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী, মোট ১২টি হলের ভোট গণনা শেষ হয়েছে। এখন শহিদ রফিক-জব্বার, ২১নং ছাত্র হলের ভোট গণনা চলছে বলে জানা গেছে।
মানুয়ালি ভোট গণনার কারণে ফল প্রকাশে দেরি হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. লুৎফুল এলাহী। তিনি বলেন, ‘আশা করি আমরা বিকেল ৪টার মধ্যে ফল ঘোষণা করতে পারব।’








