ইরানে দূতাবাস বন্ধ করল যুক্তরাজ্য

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা তেহরানের ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছি এবং এখন থেকে এর কার্যক্রম দূরবর্তী স্থান (রিমোটলি) থেকে পরিচালিত হবে। এই কনস্যুলার পরিবর্তনের বিষয়টি জানাতে পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ নির্দেশিকাও (ট্রাভেল অ্যাডভাইস) হালনাগাদ করা হয়েছে।’

এক ব্রিটিশ কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে এবং কর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রদূতসহ সকল কনস্যুলার কর্মীকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হলো যখন ইরান সরকার তাদের ইতিহাসের অন্যতম ভয়াবহ অভ্যন্তরীণ অস্থিরতা দমনে চেষ্টা করছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে হস্তক্ষেপের হুমকি দিচ্ছেন।

এর আগে ওয়াশিংটন হামলা চালালে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত করা হবে বলে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার হুমকির প্রেক্ষিতে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে তাদের কিছু কর্মীকে সরিয়ে নিয়েছিল।

  • Related Posts

    গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন অনুমোদন

    জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায়মুক্তি নির্ধারণ আইন উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে…

    চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত ২২

    থাইল্যান্ডে চলন্ত একটি ট্রেনের বগির ওপর একটি নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩০ জন। খবর রয়টার্স, বিবিসি ও আল…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *