ঢাকায় টানা ৩ দিন শুটিং শেষে নির্মিত হয়েছে নাটক ‘ইউ এন্ড মি ফরএভার’।ফারহান ও কেয়া পায়েলকে এ নাটকে একসঙ্গে দেখা যাবে আগামী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি), শুধুই জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
দর্শকদের জন্য নতুন এক রোমান্টিক-ইমোশনাল এক্সপেরিয়েন্স নিয়ে আসছে নতুন নাটক ‘ইউ এন্ড মি ফরএভার’। ঢাকার বিভিন্ন লোকেশনে টানা ৩ দিনব্যাপী শুটিং শেষে নাটকটির কাজ সম্পন্ন হয়েছে—আর এখন শুরু হয়েছে অন এয়ারের কাউন্টডাউন!







