আমি নিজেও বিশ্বাস করতাম অসমাপ্ত আত্মজীবনী বইটি শেখ মুজিব লিখেছেন: রিজভী

ফ্ল্যাট, প্লট ও কোটি কোটি টাকার বিনিময়ে শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বইটি তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রামাণ্যচিত্র ‘৩৬-জুলাই’-এর প্রিমিয়ার শোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,‘আমিও বিশ্বাস করতাম বইটি শেখ মুজিব সাহেব নিজে লিখেছেন। পরে দেখা গেল,একজন পুলিশ কর্মকর্তা ও তার সহকর্মীরা দায়িত্ব পেয়ে সেটি তৈরি করেছেন। এর বিনিময়ে তাদের দেওয়া হয়েছে কোটি কোটি টাকা, ফ্ল্যাট, প্লট।’

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের কবি, সাহিত্যিক ও অভিনয়শিল্পীদের একাংশের ১৫ আগস্ট উপলক্ষে শোক প্রকাশ করে নিজেদের অনুভূতিকে বিসর্জন দিয়েছেন। বস্তুগত সুবিধা পাওয়ার আশায় এরা ফ্যাসিবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। একটি দলের প্রতিষ্ঠাতাকে নিয়ে বই লেখার পুরস্কারস্বরূপ বিগত সরকার একজন পুলিশ কর্মকর্তাকে সর্বোচ্চ পদে পদোন্নতি দিয়েছে। একইভাবে শিল্প-সংস্কৃতি অঙ্গনের অনেক তারকাকেও রানওয়ের পাশে ফ্ল্যাট ও মোটা অংকের অর্থ দেওয়া হয়েছিল।’

১৫ আগস্ট নিয়ে সেলিব্রেটিদের পোস্ট দেওয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘অভিনয়শিল্পী ও মিডিয়ার সঙ্গে যুক্ত মানুষদের তো সবচেয়ে সংবেদনশীল হওয়ার কথা। অথচ যারা ‘‘পানি লাগবে পানি’’ বলে গুলিবিদ্ধ বন্ধুর জন্য ছুটে গিয়েছিল, সেই দৃশ্য তাদের মনকে একটুও নাড়া দিল না। অথচ তারা শোকের নামে পোস্ট দিচ্ছেন, নানা প্রশংসা করছেন। আসলে তারা তাদের সেই অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছেন।’

জুলাই আন্দোলন চলাকালে গ্রেপ্তারের পর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও সাবেক ছাত্রনেতা সুলতান সালাউদ্দিন টুকুর ওপর ভয়াবহ নির্যাতনের উদাহরণ টেনে রিজভী বলেন, ‘আন্দোলনের সময় তাদের ওপরও নির্যাতন চালানো হয়েছে। ডাকসুর ভিপির গায়ে হাত দিয়েছে ফ্যাসিস্ট সরকার। এটাই প্রমাণ করে তাদের মানসিকতা কতটা দমনমূলক।’

জুলাই আন্দোলনকে সব দ্রোহের সমষ্টিগত বহিঃপ্রকাশ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘গত ১৬ বছরের গুম, হত্যা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তরুণসমাজে তীব্র ক্ষোভ তৈরি করেছিল, যার বিস্ফোরণ ঘটেছে জুলাইয়ে।’

এই অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এম আব্দুল্লাহ, আরটিভির বার্তা প্রধান ইলিয়াস হোসেন, কবি রেজা উদ্দিন স্টালিন, সাংবাদিক ইউনিয়নের নেতা রাশেদুল হকসহ আরও অনেকে।

  • Related Posts

    দাম বাড়ল সয়াবিন তেলের

    দাম বাড়ল সয়াবিন ও পাম তেলের। বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ছয় টাকা বাড়ানো হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়ানো হয়েছে। এ ছাড়া প্রতি লিটার সয়াবিন তেলের…

    সংসদে উচ্চকক্ষের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ সিপিডির

    উচ্চকক্ষ বিশিষ্ট সংসদের বিভিন্ন দুর্বলতার কথা তুলে ধরে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাব বাদ দেওয়ার পরামর্শ দিয়েছি সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। একইসঙ্গে বিদ্যমান এককক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থাকেই আইনি, প্রাতিষ্ঠানিক ও কাঠামোগত…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *