রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ পূর্বাহ্ন

সিরিয়ায় আবারও হামলা চালালো ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

আবারও সিরিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আইডিএফের দাবি, সিরিয়ার সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হয় এই হামলা। খবর আনাদোলু এজেন্সির।

শনিবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলি বাহিনী জানায়, শুক্রবার (১০ নভেম্বর) গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে সিরিয়া। তারই জবাবে এই হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবারও ইসরায়েলি হামলায় ধ্বংস হয় সিরিয়ার একটি স্কুল।

ইসরায়েল-হামাস লড়াই শুরুর পরই উত্তেজনা ছড়িয়েছে সিরিয়ায়। দখলকৃত গোলান মালভূমি থেকে কয়েক দফায় দেশটির রাজধানী দামেস্কসহ বেশকিছু এলাকায় হামলা চালিয়েছে তেল আবিব। মালভূমিতে বাড়িয়েছে সেনা উপস্থিতি। আতঙ্কিত সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। আশঙ্কা, যেভাবে নির্বিচারে ফিলিস্তিনিদের মারছে ইসরায়েল, তাদের ওপরও চালানো হবে একই বর্বরতা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন:

আরো নিউজ: