লাকসামে তারন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

 

সারিয়া চৌধুরী, লাকসামঃ
কুমিল্লার লাকসাম ৪নং কান্দিরপাড় ইউনিয়ন পরিষদ আয়োজনে ভাকড্ডা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও ‘তারন্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷

২২ জানুয়ারি বেলা ১১টায় বাকড্ডা উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয় ৷
৪ নং কান্দিরপাড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদ৷

এসময় আরো উপস্থিত ছিলেন ভাকড্ডা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা খন্দকার রাহেলা খানম, মাস্টার মোস্তফা, হারুনুর রশিদ, ডা: আবুল হোসেন, সাংবাদিক প্রতিনিধি সেলিম চৌধুরী হীরা, কান্দিরপাড় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ছাত্র প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও দুই স্কুলের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ৷

অনুষ্ঠান শেষে দুই স্কুলের (ভাকড্ডা উচ্চ বিদ্যালয় ও কামড়ড্ডা উচ্চ বিদ্যালয়) বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউসার হামিদ পুরস্কার বিতরণ করেন৷

  • Related Posts

    প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আজ সোমবার (২১ এপ্রিল) কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’- এ অংশগ্রহণ করবেন। কাতারের আমির শেখ তামিম…

    ৮ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে বজ্রসহ ঝড়

    দেশের ৮ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ আশঙ্কার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *