ফরিদপুরের কোতয়ালী থানাধীন এলাকায় “চাঞ্চল্যকর অটোচালক ফরহাদ প্রামানিক হত্যা মামলার” তদন্তে প্রাপ্ত আসামী বাদশা গাজী (২৫)’কে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

ফরিদপুরের কোতয়ালী থানাধীন এলাকায় “চাঞ্চল্যকর অটোচালক ফরহাদ প্রামানিক হত্যা মামলার” তদন্তে প্রাপ্ত আসামী বাদশা গাজী (২৫)’কে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

১। ফরিদপুর জেলার কোতয়ালী এলাকায় বসবাসকারী ছাত্তার প্রামানিক ব্যাটারি চালিত অটোরিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করতো। গত ৩০/০১/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১১:০০ ঘটিকায় ছাত্তার প্রামানিকের ছেলে ভিকটিম ফরহাদ প্রামানিক(২০) অটো চালানোর জন্য বাবা ছাত্তার প্রামানিকের অটো নিয়ে বাসা থেকে বের হয়। একই তারিখ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় ভিকটিম ফরহাদের ফোন বন্ধ পাওয়া যায়। ভিকটিমের পরিবারের লোকজন ভিকটিমকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে।* একপর্যায়ে ৩১/০১/২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৯.৩০ ঘটিকা* জনৈক শিরিন নামে একজন মহিলা ভিকটিমের ফোনটি বন্ধ অবস্থায় কুড়িয়ে পেয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারীটেক এলাকার মেম্বার মোঃ রফিকুল ইসলামের কাছে ফোনটি জমা রেখে আসে। এরপর ভিকটিমের পরিবার স্থানীয় লোকজনের সহায়তায় উক্ত এলাকায় ভিকটিমকে খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির একপর্যায়ে গত ৩১/০১/২০২৫ তারিখ আনুমানিক দুপুর ১২.০০ ঘটিকায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কাচারীটেক এলাকায় জনৈক হাকিম মোল্লার কলাবাগানের ভিতরে কলাপাতা দিয়ে ঢাকা প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ভিকটিম ফরহাদের মৃতদেহ পাওয়া যায়। *গত ৩০/০১/২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ১৮.৩০ ঘটিকার পর হতে ৩১/০১/২০২৫ তারিখ বেলা ১২.০০ ঘটিকার মধ্যবর্তী*যে কোন সময়ে অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম ফরহাদকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রাখে এবং ভিকটিমের অটোরিক্সাটি চুরি করে নিয়ে যায়।

২। উক্ত ঘটনায় মৃত ফরহাদের বাবা ছাত্তার প্রামানিক বাদী হয়ে ফরিদপুর জেলা কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়েন করে। যার মামলা নং-০১, তারিখ-০১/০২/২০২৫ খ্রিঃ ধারা-৩০২/২০১/৩৭৯/৩৪ পেনাল কোড। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখিত হত্যাকান্ডে জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র‌্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত হত্যাকান্ডে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

৩। এরই ধারাবাহিকতায় গত ২২/০২/২০২৫ তারিখ বিকাল আনুমানিক ১৭:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়ান্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন রেলস্টেশন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক ফরহাদ প্রামানিক হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি বাদশা গাজী (২৫), পিতা-কুদ্দুস গাজী, সাং-কাজীপাড়া, রেলস্টেশন, থানা-গোয়ালন্দ ঘাট, জেলা-রাজবাড়ী’কে গ্রেফতার করে।

৪। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • Related Posts

    রাজবাড়ীতে একা‌ধিক ছাত্রকে বলাৎকারচেষ্টা, মাদরাসাশিক্ষক গ্রেফতার

    রাজবাড়ী প্রতি‌নি‌ধি: রাজবাড়ীর কালুখালী‌তে একা‌ধিক ছাত্রকে বলাৎকারচেষ্টার অ‌ভি‌যো‌গে মাদরাসাশিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে (৩৩) গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকেলে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জা‌হেদুর রহমান এ তথ্য নি‌শ্চিত…

    ধর্মীয় উগ্রবাদ-চরমপন্থা নিয়ন্ত্রণ না হলে ফ্যাসিবাদীরা সুযোগ পাবে: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফ্যাসিবাদীরা ফের গণতন্ত্র হত্যার সুযোগ পাবে। এমনটা ঘটলে বর্হিবিশ্বে বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে। বুধবার (১৯…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *