‘দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনীতি করা যাবে না’

দুর্নীতি-দুঃশাসন করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না। এমন রাজনীতি করা যাবে না, যাতে ফ্যাসিবাদের মতো দেশ ছেড়ে পালাতে হয়— এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।

দলের কারাবন্দী নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির জন্য সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, একে একে সব জাতীয় নেতারা মুক্তি পেলেও এ টি এম আজহারুল ইসলাম বৈষম্য ও জুলুমের শিকার।

তিনি বলেন, অতীতে সোনার বাংলা কায়েম করতে গিয়ে শোষন করা হয়েছে। দুঃশাসন থেকে জাতি এখন মুক্তি চায়। তাই, জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দলমত-নির্বিশেষে সবাইকে চাঁদাবাজি, দখলদারি বন্ধ করতে এগিয়ে আসতে হবে। জাতিকে সামনে এগিয়ে যেতে দিন। আবার যেন ফ্যাসিবাদের নতুন ধারা-অধ্যায় তৈরি না হয়। এসব থেকে ফিরে আসুন। ফিরে না এলে আমাদের লড়াই অব্যাহত থাকবে।

সবাইকে সাথে নিয়ে দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ গড়তে সহযোগিতা চান জামায়াত আমির।

লক্ষ্মীপুর জেলা জামায়াতের সভাপতি আমির রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম, কর্ম পরিষদের সদস্য রেজাউল করিম ও মোবারক হোসেনসহ স্থানীয় ও জেলার নেতৃবৃন্দ।

/এমএইচআর

  • Related Posts

    রাজবাড়ীতে একা‌ধিক ছাত্রকে বলাৎকারচেষ্টা, মাদরাসাশিক্ষক গ্রেফতার

    রাজবাড়ী প্রতি‌নি‌ধি: রাজবাড়ীর কালুখালী‌তে একা‌ধিক ছাত্রকে বলাৎকারচেষ্টার অ‌ভি‌যো‌গে মাদরাসাশিক্ষক আব্দুল্লাহ আল মামুনকে (৩৩) গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। বুধবার (১৯ মার্চ) বিকেলে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জা‌হেদুর রহমান এ তথ্য নি‌শ্চিত…

    ধর্মীয় উগ্রবাদ-চরমপন্থা নিয়ন্ত্রণ না হলে ফ্যাসিবাদীরা সুযোগ পাবে: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকার ধর্মীয় উগ্রবাদী ও চরমপন্থীদের নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ফ্যাসিবাদীরা ফের গণতন্ত্র হত্যার সুযোগ পাবে। এমনটা ঘটলে বর্হিবিশ্বে বাংলাদেশ ইমেজ সংকটে পড়বে। বুধবার (১৯…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *