তারেক জিয়া কেমন সন্তান অসুস্থ মাকে দেখতে আসে না। তাহলে তারা জনগণকে দেখবে কী করে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়মন্ত্রী আলহাজ অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক। রোববার (১২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভার চান্দরা উত্তরপাড়া ঈদগাহ মাঠে বিভিন্ন দপ্তরের সুবিধা ভোগীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত-বিএনপির দাবি শেখ হাসিনাকে টেনেহেঁচড়ে ক্ষমতা থেকে নামাতে হবে। তাদের দাবি এই দেশে আসছে আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন করা যাবে না, মানুষের যে ভোটের অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত করতে চায় ভোটারদের। জনগণকে ভোট দিতে দেবে না। পাকিস্তানের আমলে এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের সময় ২৩ বছর আন্দোলন সংগ্রাম চালিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনেন। এমনকি বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর চেষ্টাও করেছে তারা। কোনো কিছুতেই সুবিধা করতে পারেনি নতুন করে এখন আবার জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় বিএনপিরা।