অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক গভর্নর আতিউরসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ আবুল বারাকাতসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সংস্থাটির উপ-পরিচালক নাজমুল হুসাইন বাদী হয়ে ঢাকা কার্যালয়ে এই মামলাটি দায়ের করেছে। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন, এনানটেক্স গ্রুপের চেয়ারম্যান ইউনুস বাদল, সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান।

মামলার এজাহারে বলা হয়, ব্যাংক কর্তৃক মর্টগেজ নেয়া জমিতে বাস্তবে কোনো ভবন না থাকলেও ঋণ গ্রহীতা স্থাপনা দেখিয়ে ব্যাংক ঋণ নিয়ে লোপাট করেছে। সাবেক গভর্নর আতিউর রহমান ও তার সহযোগী অন্যান্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাত করেছেন বলেও এতে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, ২০২২ সালে ঋণ অনিয়ম তদন্ত করে প্রমাণ না পাওয়ায় অভিযোগ পরিসমাপ্তি করেছিল দুদক।

/আরএইচ

  • Related Posts

    প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আজ সোমবার (২১ এপ্রিল) কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’- এ অংশগ্রহণ করবেন। কাতারের আমির শেখ তামিম…

    ৮ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে বজ্রসহ ঝড়

    দেশের ৮ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ আশঙ্কার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *