* অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান*

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক-মতিঝিল বিভাগ কর্তৃক ০৩ মার্চ ২০২৫ খ্রি. তারিখে ভাসমান দোকান ও হকার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এ বিশেষ অভিযানে গুলিস্তানের গোলাপশাহ মাজার লিংক রোড হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত রাস্তায় ও ফুটপাতে স্থাপিত বিভিন্ন অস্থায়ী অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করা হয়।
উল্লেখ্য, রাস্তায় ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা ভাসমান দোকান ও হকারের কারণে উল্লেখিত জায়গাগুলোতে যানবাহন ও পথচারীদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছিলো। এই উচ্ছেদ অভিযান পরিচালনার কারণে উক্ত এলাকাগুলোতে পথচারীরা স্বচ্ছন্দে চলাচল করতে পারবে ও যানজটও অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।
ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. খালিদ বোরহান এর নির্দেশনায় ও সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক-মতিঝিল জোন ), সহকারী পলিশ কমিশনার (পেট্রোল-মতিঝিল) ও সহকারী পুলিশ কমিশনার (মতিঝিল জোন) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানে ক্রাইম বিভাগ, ট্রাফিক বিভাগ ও পিওএম বিভাগের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
  • Related Posts

    প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে আজ সোমবার (২১ এপ্রিল) কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনি ‘আর্থনা সামিট-২০২৫’- এ অংশগ্রহণ করবেন। কাতারের আমির শেখ তামিম…

    ৮ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে বজ্রসহ ঝড়

    দেশের ৮ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (২১ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ আশঙ্কার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *