প্রয়াত মান্নান হীরার স্মরণে ৪ দিনব্যাপী ‘মরমী নাট্যমেলা’
দেশের প্রখ্যাত নাট্যকার মান্নান হীরার স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘মরমী নাট্যমেলা-২০২১’। ‘স্মরিবার তরে রহিয়াছি মোরা, গাহিতে তোমার জয়গান’ স্লোগান নিয়ে উৎস নাট্যদলের আয়োজনে আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীর বেইলী রোডের ড. নীলিমা ইব্রাহীম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই নাট্যোৎসব।
নাট্যোৎসবটিতে অংশগ্রহণ করছে পথিতযশা চারটি নাট্যদল- আরণ্যক নাট্যদল, সময় নাট্যদল, নাট্যলোক সিরাজগঞ্জ ও উৎস নাট্যদল। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ। এছাড়াও দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব উপস্থিত থাকবেন এবং আলোচনায় অংশগ্রহণ করবেন।
২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে নীলিমা ইব্রাহীম মিলনায়তনে উৎসবটি শুরু হবে। এছাড়া একই স্থানে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন দলের নাটক মঞ্চায়ন করা হবে।
২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উৎস নাট্যদল মঞ্চায়ন করবে- নাটক: স্বর্ণজননী; রচনা: মান্নান হীরা, নির্দেশনা: ইমরান হোসেন ইমু
২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) আরণ্যক নাট্যদল মঞ্চায়ন করবে- নাটক: ময়ূর সিংহাসন; রচনা: মান্নান হীরা, নির্দেশনা: শাহ আলম দুলাল
২৭ ফেব্রুয়ারি (শনিবার) সময় নাট্যদল মঞ্চায়ন করবে- নাটক: ভাগের মানুষ; রচনা: মান্নান হীরা, নির্দেশনা: আলী যাকের
২৮ ফেব্রুয়ারি (রবিবার) নাট্যলোক সিরাজগন্জ মঞ্চায়ন করবে- নাটক: ধীবর গাঁথা; রচনা: মান্নান হীরা, নির্দেশনা: আইরিন পারভিন লোপা