অনলাইনের ‘টুনাইট শো লাইভ’-এ আজ আরমান খান
প্রমিথিউস ব্যান্ডের বিপ্লবের গাওয়া ‘চান্দের বাত্তির কসম দিয়া’, আর্ক ব্যান্ডের হাসানের কণ্ঠে ‘শীত নয় গ্রীষ্ম নয় এসেছে বসন্ত’, ‘লাল বন্ধু নীল বন্ধু’, মমতাজের ‘নান্টু ঘটক’ গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন আরমান খান। কিন্ত দীর্ঘদিন গানের বাইরে ছিলেন তিনি। ১০ বছর পর আবারও গানে ফিরেছেন আরমান। এবার তার নতুন পরিচয় গায়ক।
আজ সন্ধ্যা ৭টায় ইউটিউবে জি সিরিজ মিউজিক চ্যানেলে আসবে আরমান খানের নতুন গান ‘বন্ধু’। তার ভাই আদনান খান রিদম প্রোগ্রামিং, সাউন্ড ডিজাইনিং ও মাস্টারিংয়ের কাজ করেছেন।
আজ সন্ধ্যা ৭টায় অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো লাইভ’-এ হাজির হয়ে দীর্ঘবিরতি, নতুন গান এবং ব্যক্তিজীবনের নানান বিষয় শেয়ার করবেন আরমান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অনলাইন ইনচার্জ জনি হক।