চাটমোহরে মশার উপদ্রব বেড়েছে
চাটমোহর পৌরসভায় বেড়েছে মশার উপদ্রব। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে পৌরবাসী। মশার কয়েল-মশারি দিয়েও রোধ করা যাচ্ছে না মশা। বাসা-বাড়ি, অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান সবখানেই মশার দাপট।
পৌরবাসী বলছে, যত্রতত্র ময়লার ভাগাড়ের কারণে এখানে মশা বাড়ছে। তারা এ বিষয়ে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছে।

এ বিষয়ে পৌর মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো বলেন, মাত্রই মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছি। আমি নিজেও পৌর শহরে বাস করি। মশার উপদ্রব সত্যিই বেড়েছে। ফগার মেশিন নষ্ট হয়ে থাকলে প্রয়োজনে কেনা হবে। নাগরিক সুবিধা বাড়াতে সব ধরনের প্রচেষ্টা করা হবে।