বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া আজ রবিবার সকাল থেকে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ভোর থেকে দিকে কুয়াশার পরিমান বাড়তে থাকলে নৌ-পথে দিক নির্ণয়ে ব্যর্থ হলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাটের সহকারী ব্যবস্থাপক ভোজন সাহা বলেন, ‘ভোরে কুয়াশা পড়তে থাকলে পদ্মায় দিক নির্ণয় করতে ব্যর্থ হয় ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে চলাচল বন্ধ রাখা হয়। এছাড়া ঘাট ছেড়ে যাওয়া ফেরিগুলো মাঝ পদ্মা নোঙর করে আছে এখন।