হাজীগঞ্জে ছাত্রদলের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, থানায় মামলা
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় ১০৯ জনের নাম উল্লেখ করে মামলা করেছে স্থানীয় থানা পুলিশ। এছাড়াও মামলায় অজ্ঞাত নামে আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে। বুধবার রাতে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন মামলার কথা নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার বাদী হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. ইউনুছ মিয়া। নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছে মিছিলের নেতৃত্বে থাকা মো. আলমগীর কবির পাটোয়ারী ও পৌর বিএনপির সভাপতি নাজমুল আলম চৌধুরী এবং হেলাল উদ্দিন মজুমদারসহ ১০৯ জন। মামলায় এখন পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সাবেক ছাত্রদলের নেতা জিসান আহম্মেদ ও হাটিলার মেহেদী হাছান।
মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজারের স্টেশন রোড সংলগ্ন এলাকায় উপজেলা ছাত্রদলের একাংশের বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় উপ-পরিদর্শক ইউনুছ মিয়া গুরুতর আহত হন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন আহত পুলিশ অফিসার।