বিয়েটা করোনার আগেই করা উচিত ছিল: ববি
মায়ের সিদ্ধান্তেই বিয়েটা করতে চান ঢালিউডের অভিনেত্রী চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। নিজের বিয়ের বিষয়ে বলেন, ভুল করে ফেলেছি। করোনার আগেই বিয়েটা করা উচিত ছিলো। করোনার আগেই মা বলেছিলেন বিয়েটা করতে। কিন্তু তখন করিনি। এখন মনে হচ্ছে ভুলই হয়েছে।
ববি মাস কয়েক আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর করোনামুক্ত হলে আবার গলায় ইনফেকশন দেখা দেয় এ নায়িকার। এরপর আর কাজে ফেরার সাহস পাননি। এদিকে পরিবার বাইরে থাকায় বেশ একাকিত্বে দিন কাটছে তার। ববি বলেন, করোনার কারণে একাকিত্বে পড়ে গেলাম। কারণ আমার পরিবারের সবাই দেশের বাইরে থাকার ফলে একা একা লাগছে। সময় কাটছে না।