পা দুটো কি বিরাট-আনুশকার মেয়ের
কন্যাসন্তানের বাবা-মা হলেন ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। সোমবার দুপুরে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। কোহলির ভাই ভিকাস কোহলি নিজের ভেরিফাইড ইন্সটাগ্রাম আইডি থেকে সন্তানের প্রথম ছবি শেয়ার করেছেন। মুহুর্তেই তা ভাইরাল হয়।
জি নিউজের বরাতে জানা যায়, ছবিটি প্রকাশ করেছেন বিরাট কোহলির ভাই বিকাস কোহলি। এর ক্যাপশনে তিনি লেখেন, হ্যাপিনেস ওভারলোডেড, এঞ্জেল ইন দ্য হাউজ। তবে ছবিটি নিশ্চিত বিরাটের কন্যাসন্তানের কি না সে সম্পর্কে এখনো ধোঁয়াশা আছে। শিশুর দুই পায়ের ছবিটি ছেড়ে ভারতের সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেন। ভক্তরা ভালোবাসায় ভাসিয়ে দেন ছবিটি। তবে এই ছবি আসলেই বিরাটের মেয়ের কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকে।