নারায়ণগঞ্জে পারটেক্স গ্রুপের কারখানায় আগুন
নারায়ণগঞ্জের বন্দরে পারটেক্স গ্রুপের স্টার পার্টিকেল বোর্ড কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মদনপুর ইউনিয়নের হরিপুর এলাকায় অবস্থিত কারখানাটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা আবদুল লতিফ জানান, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ছড়িয়ে পড়ে। আগুনে পার্টিকেল বোর্ড তৈরির উপকরণ পাটকাঠি এবং মেশিনপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা অফিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানান, আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ, বন্দর ও সোনারগাঁ ফায়ার স্টেশন থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। দমকল কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান, শুক্রবার ছুটির দিন হলেও শ্রমিকরা উত্পাদন কাজ করছিল। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।