জামালের ‘চ্যালেঞ্জিং’ মিশন শুরু আজ
আগেই জানিয়েছেন, কলকাতা মোহামেডানে খেলাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়ার সেই চ্যালেঞ্জকে জয় করার মিশন শুরু হচ্ছে আজ। সল্ট লেক স্টেডিয়ামে আই লিগের উদ্বোধনী ম্যাচে আজ সুদেভা মুনলাইটের বিপক্ষে মাঠে নামছে কলকাতা মোহামেডান।
আসরের প্রথম ম্যাচে প্রতিপক্ষ নিয়ে তেমন কোনো ভাবনা নেই জামালের। মনোযোগটা শুধু নিজের ভেতরেই সীমাবদ্ধ রাখতে চান বাংলাদেশ ফুটবলের পোস্টার বয়। গতকাল মাঠে নামার আগে মোহামেডানের ফেসবুক পেজে জানালেন সেই কথাই। সঙ্গে ছিলেন ক্লাবের স্প্যানিশ কোচ হোসে হেভিয়াও।
জামাল বলেন, ‘মোহামেডানে এসে ভালো লাগছে। এটা আমার জন্য নতুন এক চ্যালেঞ্জ। অবশ্যই চাপের ব্যাপারে আমি অবগত। কারণ সবাই ফলের প্রত্যাশা করে, আমিও তেমনটাই করি। আমি এই চ্যালেঞ্জটা নিচ্ছি। বর্তমানে আমার পুরো মনোযোগ নিজের ও নিজের ক্লাবের ওপর।’
আই লিগে মোহামেডানের লক্ষ্য শিরোপা। জামালও সেজন্যই সাইফ স্পোর্টিং থেকে সেখানে লোনে খেলতে গেছেন। বাংলাদেশ ও ইউরোপে খেলার অভিজ্ঞতা মোহামেডানের হয়ে কাজে লাগাতে চান এই মিডফিল্ডার, ‘অবশ্যই আমার অভিজ্ঞতা আছে হাইভোল্টেজ ম্যাচ খেলার। তা তরুণ খেলোয়াড়দের সঙ্গে ভাগাভাগি করতে পারব। ইউরোপ আর এশিয়া দুটোই ভিন্ন জিনিস। আবহাওয়া ও পরিবেশ একদমই আলাদা। এশিয়ার ধরনের সঙ্গে মানিয়ে নিয়েছি আমি। অবশ্যই সঙ্গে ইউরোপের কিছুও আছে।’ ভারতে থাকলেও বাংলাদেশে ফেডারেশনের কাপের খোঁজ নিয়মিত রাখছেন জামাল। আগামীকাল ফাইনালে বসুন্ধরা কিংসের বিপক্ষে মাঠে নামবে তার ক্লাব সাইফ স্পোর্টিং। বসুন্ধরাকে হারিয়ে শিরোপা জিতবে সাইফ, দূর থেকে সেই আশাই করছেন জামাল। তিনি বলেন, ‘সাইফের জন্য শুভ কামনা। আশা করছি ফাইনালে তারা জিতবে।’