আজ বাড়ি ফিরবেন সৌরভ
গতকালই হাসপাতাল ছাড়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির। কিন্তু স্বইচ্ছায় এক দিন বেশি থেকে আজ নিজ বাড়িতে ফিরবেন তিনি। এমনটাই জানিয়েছে কলকাতার উডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
বুকে ব্যথা গত শনিবার হাসপাতালে ভর্তি হন সৌরভ। তার ধমনিতে তিনটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে একটি স্টেন্ট বসানো হলেও বাকি দুটিতে লাগেনি।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে দেখতে কলকাতা আসেন হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি। তার মতে, এখন অনেকটাই সুস্থ আছেন সৌরভ, এমনকি ক্রিকেটও খেলতে পারেন তিনি।
সৌরভের হাসপাতাল ছাড়ার খবর শুনেই তার বাড়িতে জড়ো হন ভক্তকুল। কিন্তু হতাশই হতে হয়েছে তাদের। আজ অবশ্য সেই দৃশ্য দেখা যাবে না।