রিয়ালকে রামোসের না
ক্রোয়েশিয়ার ৩৫ বছর বয়সী মিডফিল্ডার লুকা মডরিচের সঙ্গে এক বছরের চুক্তি করেছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের চুক্তির ধরণই এমন। ৩০ বছরের পরে কাউকে নতুন চুক্তি দিলে প্রস্তাবটা হয় এক বছরের। রিয়ালের দুই সিনিয়র ফুটবলার সের্গিও রামোস এবং লুকাস ভাসকেসকেও একই প্রস্তাব দেওয়া হচ্ছে। কিন্তু স্প্যানিশ ডিফেন্ডার ও ফরোয়ার্ড এক বছরের ওই চুক্তির প্রস্তাবকে না করে দিয়েছেন।
তাদের সঙ্গে এরই মধ্যে ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু ক্লাব চুক্তির ব্যাপারে যোগাযোগ করেছে। এর মধ্যে চলতি মৌসুম শেষেই যেকোন একটিতে যোগ দিতে পারবেন রিয়াল অধিনায়ক রামোস। তার মধ্যে অন্যতম পিএসজি। রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ যদি এই সেন্ট্রাল ডিফেন্ডারকে অন্তত দুই বছরের চুক্তি না দেন তবে প্যারিসেই চলে যেতে পারেন এই তারকা। খবর: মার্কা
আর সেটা যদি হয়েই যায় লিগ ওয়ানের দলটিকে লিওনেল মেসির সতীর্থও হয়ে যেতে পারেন সের্গিও রামোস। কারণ চলতি মৌসুমেই বার্সেলোনার সঙ্গে চু্ক্তি শেষ হচ্ছে মেসির। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে দলে নিতে চায় সর্বশেষ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলা পিএসজি। মেসি নতুন করে প্যারিসে গিয়ে নেইমারের সঙ্গে জুটি গড়লে তাই অবাক হওয়ার কিছু থাকবে না।
একই কথা খাটে লুকাস ভাসকেসের জন্যও। চলতি মৌসুমের আগে তার সান্তিয়াগো বার্নাব্যু ছাড়া প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল। মৌসুমের শুরুতে দলেও তেমন জায়গা মিলছিল না ভাসকেসের। তবে দারুণ পারফরম্যান্স দেখিয়ে ভাসকেস কোচ জিদানের আস্থা অর্জন করেছেন। রামোসের মতো ভাসকেসও রিয়ালে থেকে যেতে চান। তবে তাকেও প্রস্তাব দেওয়া হচ্ছে এক বছরের চুক্তির। রাইট ব্যাক এবং রাইট উইঙ্গে খেলতে পারা এই স্প্যানিশ ফুটবলার রাজী নন ওই প্রস্তাবে