সৌদি আরবে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবের আবহা প্রদেশ কামিস মোসায়েতে কাজ করতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে ছিটকে পড়ে মকবুল আহমদ (৪২) নামে প্রবাসী এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার বিকেল ৩টায় নির্মাণধীন ভবনে কাজ করার সময় ৩ তলা থেকে ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত বাংলাদেশি মকবুল আহমদ কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া গ্রামের হাজি হাবিবুল্লাহর ছেলে।
সোমবার নিহতের শ্যালক আহমদ বিন শফি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ বর্তমানে কামিস মোসায়েতের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
মকবুল আহমদ মা, স্ত্রী ও দুই সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।