লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বানর
মেলান্দহের বানিপাকুরিয়া গ্রামে একটি বানরকে সোমবার ভোর থেকে ঘুরে বেড়াতে দেখা গেছে। আগের দিন মালঞ্চ এলাকায় দেখা যায় এটি। খাদ্যের সন্ধানে মধুপুর অথবা শেরপুর অঞ্চলের জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে এটি।
সোমবার বেলা ১১টা পর্যন্ত বানটির সর্বশেষ অবস্থান ছিল বানিপাকুরিয়া গ্রামের স্থানীয় বাসিন্দা শাহ্ জামালের বাড়িতে। পরিবেশ ও প্রকৃতি রক্ষা সংগঠনের সভাপতি মাহবুবুর রহমান রবিনের মাধ্যমে বানরটি উদ্ধারের জন্য বন বিভাগকে অবহিত করা হয়েছে।
শেরপুর বন বিভাগের রেঞ্জার আব্দুল্লাহ আল আমিন জানান, বানরটিকে বিরক্ত না করে খাদ্য দিলে শান্ত থাকবে। দ্রুত বানরটিকে উদ্ধারের জন্য ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে।