চতুর্থবারের মতো স্পিকার হলেন পেলোসি
চতুর্থবারের মতো মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ন্যান্সি পেলোসি। তবে পেলোসি এবার জিতেছেন অল্প ব্যবধানে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৮০ বছর বয়সী পেলোসি রবিবার ভোটে ২১৬ ভোট পান। অন্যদিকে তার প্রতিপক্ষ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি পেয়েছেন ২০৯ ভোট।
এবারে ডেমোক্র্যাটিক পার্টির ৫ সদস্য ন্যান্সি পেলোসিকে সমর্থন করেনি। এরমধ্যে দুই জন পদে নেই এমন দুই আইন প্রণেতাকে ভোট দেন এবং অন্য তিনজন ‘উপস্থিত’ পদে ভোট দেন।
জেতার পর পেলোসি বলেন, আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন গর্বের বিষয়।
তিনি আরো বলেছেন, করোনা ভাইরাসকে পরাস্ত করার ব্যাপারে আমাদের প্রাধ্যান্য অব্যাহত থাকবে। এবং এটিকে আমরা পরাস্ত করতে পারবো।
এদিকে সদ্য মার্কিন নির্বাচনের ব্যাপারে প্রমাণ ছাড়াই জালিয়াতির অভিযোগ করেই যাচ্ছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন, এনডিটিভি