সেফটিক ট্যাংকে মিলল শিশুর লাশ
চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিনদিন পর তিন বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে সদর হাসপাতাল এলাকার একটি সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশু চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নং ওয়ার্ডের মসজিদ পাড়া মহল্লার মো. সুজন আলীর ছেলে রোহান (৩)।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, শিশু রোহান গত ৩১ ডিসেম্বর নিখোঁজ হয়। কিন্তু পুলিশকে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। জানার পরই সদর থানা ও ডিবি পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে।
শনিবার শহরের বিভিন্ন মোড়ের সিসিটিভি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে সদর হাসপাতাল এলাকার একটি সেফটিক ট্যাংক থেকে শিশু রোহানের লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয় বলে ধারনা করা হচ্ছে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।