যুক্তরাষ্ট্রে আরো ‘ভয়াল দিন’ আসছে, একদিনে রেকর্ড সংক্রমণ
যুক্তরাষ্ট্রে ফের বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত শনিবার রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে। পরিসংখ্যানে বলা হয়েছে, এই সংখ্যা দুই লাখ ৭৭ হাজারের বেশি।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা দুই কোটি চার লাখ ছাড়িয়েছে। সেইসঙ্গে মৃত্যুর সংখ্যা সাড়ে তিন লাখের কাছাকাছি।
কয়েক মাস থেকেই বাড়ছে যুক্তরাষ্ট্রের করোনা সংক্রমণ। এ নিয়ে দেশটির সংক্রমণ রোগবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি সতর্ক করে বলেছেন, বড়দিনের পর করোনার ভয়াল থাবা আসতে পারে।
তবে আশার খবর, দেশটিতে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ৪২ লাখ মানুষকে টিকা প্রদান করা হয়েছে। এনডিটিভি