জন্মদিনে আশা রকিবুলের
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানের আজ ৬৭তম জন্মদিন। বাংলাদেশ ক্রিকেটের সূচনালগ্ন থেকে সুখ-দুঃখের সঙ্গী রকিবুল। ২০২১ সালে বাংলাদেশ দলকে নিয়ে অনেক আশা তার।
জন্মদিনকে সামনে রেখে রকিবুল জানালেন, নতুন বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ভালো করার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
২০২০ সালে করোনার কারণে বাংলাদেশ দল অধিকাংশ সময় মাঠের বাইরে ছিল। নতুন বছরে অনেক বেশি খেলা। সম্ভাবনা নিয়ে রকিবুল হাসান বলেন, ‘নতুন বছরে বাংলাদেশ অনেক ভালো করবে। আমি এটা বিশ্বাস করি। বিশ্বাস করার কারণও আছে। অনেক নতুন ছেলে উঠে এসেছে।
আমরা জানি ক্রিকেটে ইনজুরি একটা বড় সমস্যা। এ বছর অনেক ব্যাকআপ খেলোয়াড় থাকবে। যা দলের জন্য ভালো।’ তিনি বলেন, ‘আশা করছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে পারবে। সাফল্য শুরু হবে এই সিরিজ দিয়েই।’