কিশোর চালকের হাতে অটোরিকশা
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ আঞ্চলিক সড়ক ও কুমিল্লা-সিলেট মহাসড়কে অদক্ষ ও কিশোর চালকরা চালাচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা। এতে বাড়ছে সড়ক দুর্ঘটনা।
গত এক মাসে একাধিক দুর্ঘটনায় আহত হয়েছেন ৪০-৫০ জন। নিহত হয়েছে চার জন।
অটোরিকশার যাত্রী সজিব বলেন, আমরা নিরুপায় হয়ে অটোরিকশায় যাতায়াত করি। ব্রাহ্মণবাড়িয়ার জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক চৌধুরী বলেন, সমিতির বাইরে কিছু মালিক অদক্ষ চালকের হাতে অটোরিকশা তুলে দিচ্ছে।
জেলা ট্রাফিক পুলিশের টি.আই দেবু ভট্টাচার্য বলেন, যেহেতু দিনদিন অদক্ষ চালকের সংখ্যা বেড়েই যাচ্ছে, আমরা শিগিগরই অভিযান পরিচালনা করব।