ওটিটি প্লাটফর্মে জয়া
বর্তমান সময়ে দুই বাংলার সমান জনপ্রিয় অভিনেত্রীর নাম জয়া আহসান। দুই ইন্ডাস্ট্রিতে অভিনয় মুন্সিয়ানা দেখিয়ে দর্শকহৃদয়ে গড়েছেন পোক্ত আসন। পরিচালক-প্রযোজকরাও চোখ বন্ধ করে ভরসা রাখেন এই অভিনেত্রীর ওপর। এবার জয়া অভিনীত পুরস্কারপ্রাপ্ত ছবি ‘রবিবার’ মুক্তি পাচ্ছে বাংলাদেশি ওটিটি প্লাটফর্ম ‘সিনেমাটিক’ অ্যাপে।
এই ছবিতে প্রথমবারের মতো ওপার বাংলার নন্দিত তারকা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ত্রিন শোয়র করেছেন জয়া। আগামী শুক্রবার দেশের দর্শকদের জন্য নতুন বছরের বিশেষ উপহার হিসেবে মুক্তি দেওয়া হবে ছবিটি।
জয়া আহসান ও প্রজেনজিত্ চট্টোপাধ্যায় অভিনীত ‘রবিবার’ ছবিটি এরইমধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। জিতে নিয়েছে বেশকিছু পুরস্কার। স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন জয়া।
রীতিবিরুদ্ধ একটি সম্পর্কের গল্প নিয়ে নির্মাতা অতনু ঘোষ আবেগ ও থ্রিলারের মিশ্রণ ঘটিয়েছেন এই ছবিতে। গত বছরের ২৭ ডিসেম্বর পশ্চিমবঙ্গে মুক্তি পায় ‘রবিবার’। এছাড়া চলতি বছরের শুরুতে দেশের বেশ কয়েকটি হলে সাফটা চুক্তির আওতায় মুক্তি পায় ছবিটি।