সাউদির নৈপুণ্যে হার দেখছে পাকিস্তান
সুইং কিং খ্যাত কিউই পেসার টিম সাউদির মাইলফলকের দিনেই প্রথম টেস্ট জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে কিউইদের দেয়া ৩৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ৭১ রান।
এই টেস্টের গুরুত্ব অনেক নিউজিল্যান্ডের কাছে। সিরিজ জিতলেই তাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা জোরালো হবে। যা অনুষ্ঠিত হওয়ার কথা আগামী জুনে। সে লক্ষ্যে পাকিস্তানের সামনে টেস্টের অসম্ভব লক্ষ্যই দাঁড় করিয়েছে স্বাগতিকরা।
আগের দিন পাকিস্তানকে প্রথম ইনিংসে ২৩৯ রানে গুটিয়ে দিয়ে চতুর্থ দিনের প্রথম সেশনে টম ব্লান্ডেল ও টম ল্যাথাম মিলে গড়েন ৯৮ রানের জুটি। দলীয় ১১১ রানে ব্লান্ডেলকে (৬৪) ফিরিয়েছেন মোহাম্মদ আব্বাস। এর পর ল্যাথামকে ৫৩ রানে সাজঘরে ফিরিয়েছেন নাসিম। এর পর শর্ট বলের ছড়াছড়িতে কিউইদের কিছু উইকেট তুলে নিলেও সফরকারীদের সামনে ততক্ষণে অসম্ভব লক্ষ্যই দাঁড় করিয়ে ফেলে নিউজিল্যান্ড। কিউইরা ৫ উইকেটে ১৮০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। পাকিস্তানের হয়ে ৫৫ রানে ৩ উইকেট নেন নাসিম শাহ।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে কিউই বোলাররা ঠিকই ভোগান্তিতে ফেলতে । ইনিংসের দ্বিতীয় ওভারেই আবিদ আলীকে ফিরিয়েছেন বোল্ট। তৃতীয় ওভারে সাউদির শিকার শান মাসুদ। হারিস সোহেল ও আজহার আলী মিলে সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করলে সেখানেও আঘাত হানেন সাউদি। দলীয় ৩৭ রানে স্যান্টনারের ক্যাচ বানিয়েছেন সোহলেকে। আর এই উইকেট নিয়েই তৃতীয় কিউই বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন সাউদি।১৫ রানে ২ উইকেট নিয়েছেন সাউদির আর ২৪ রানে একটি নিয়েছেন বোল্ট। পায়ের আঙুল ভেঙে ফেলা ওয়াগনার এদিনও বোলিং করেছেন। ৬ ওভার করে দিয়েছেন ৪ রান। পাকিস্তানের হয়ে ক্রিজে আছেন আজহার আলী (৩৪) ও ফাওয়াদ আলম (২১)।