ভারতের বদলা, ইতিহাস সেরা প্রত্যাবর্তন: শাস্ত্রী
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। অজিদের ৩৬ রানে অলআউট করে দেওয়ার মতো কিছু করতে পারেনি সফরকারীরা। তবে অ্যাডিলেডে ওই লজ্জায় ডোবার পরের ম্যাচেই দুর্দান্ত প্রত্যাবর্তন দেখিয়েছে কোহলিরা। প্রথম টেস্টে ৮ উইকেটে হারের শোধ নিয়েছে জয় দিয়েই। চার টেস্টের সিরিজে এনেছে সমতা।
প্রথম ম্যাচে এমন ভরাডুবির পরে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, দুই পেসার মোহাম্মদ শামি কিংবা ইশান্ত শর্মাকে ছাড়া এই প্রত্যাবর্তনকে ইতিহাসের অন্যতম সেরা বলছেন দলটির কোচ রবি শাস্ত্রী। তার মতে, ৩৬ রানের লজ্জায় ডোবার তিনদিন পরেই এমন ঘুরে দাঁড়ানোর এই গল্প ভারতীয় ক্রিকেট এবং বিশ্ব ক্রিকেটকে মনে রাখতে হবে
ভারতীয় কোচ শাস্ত্রী ম্যাচ শেষে অভিষিক্ত দুই ক্রিকেটার শুভমন গিল ও মোহাম্মদ সিরাজের ভূয়সী প্রশংসা করেছেন। শুভমনকে তার খুবই পরিণত ক্রিকেটার মনে হয়েছে। যিনি খুবই ঠান্ডা মাথায় ক্রিকেট খেলেন এবং শট খেলতে কোনো ভয় পান না। আর সিরাজের ম্যাচ রিডিংয়ের ক্ষমতা মুগ্ধ করেছে শাস্ত্রীকে।