ক্ষমতা হস্তান্তর নিয়ে অভিযোগ বাইডেনের
এবার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। এ নিয়ে অভিযোগও তুলেছেন তিনি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি’র বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তার দল ক্ষমতা হস্তান্তরে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে। বিশেষ করে প্রতিরক্ষা বিভাগ এবং অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) বিভাগে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে হস্তান্তর প্রক্রিয়ায় সহায়তা পাওয়া যাচ্ছে না
বাইডেন বলেন,’আমার হস্তান্তর দলের, বিদায়ী প্রশাসন এর কাছ থেকে যুক্তরাষ্ট্রের বর্তমান সামরিক অবস্থান এবং শত্রুদের নিবৃত্ত করার যে পরিকল্পনা তার একটি পরিষ্কার চিত্র জানা দরকার। কিন্তু আমাদের কোনো পরিকল্পনাই আমাদের পরিষ্কারভাবে জানানো হচ্ছে না’।
ডেলাওয়ারে জাতীয় সুরক্ষা এবং বিদেশ নীতি উপদেষ্টাদের সাথে বৈঠক শেষে এক বক্তৃতায় বলেন, আমাদের প্রতিরক্ষা ও অন্যান্য সংস্থার চলমান বাজেটের স্পষ্ট চিত্র জানতে হবে যাতে করে যেকোনো জটিল পরিস্থিতি এড়িয়ে যেতে আমরা সক্ষম হই এবং শত্রুরা যেন সেরকম পরিস্থিতির সুযোগ না নিতে পারে।