আবারো হলিউডের পর্দায় প্রিয়াঙ্কা
বলিউডের পাশাপাশি হলিউডেও যে পোক্ত আসন গড়তে সক্ষম হয়েছেন তা প্রিয়াঙ্কা চোপড়ার একের পর হলিউডি সিনেমায় অভিনয়ই বলে দেয়। দুই ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এখন তার জনপ্রিয়তা। সেই ধারাবাহিকতায় এবার নতুন একটি হলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই বলিউড অভিনেত্রী।
‘টেক্সট ফর ইউ’ শিরোনামের এই সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করছেন নেটফ্লিক্সের সিরিজ ‘আউটল্যান্ডার’-এ অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেতা শ্যাম হিউগান। এই খবরটি প্রিয়াঙ্কা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, ‘এটা আমার জন্য অনেক বেশি সম্মানের। শ্যাম হিউগান, সেলিন ডায়নের মতো বিখ্যাত তারকার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে আমি বেশ উচ্ছ্বাসিত।’
শ্যাম হিউগান তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘এমন একটি কাজে সুযোগ পেয়ে অনেক বেশি আনন্দিত। গ্রেস ইজ গন, পিপল প্লেস থিংকস, দ্য ইনক্রিডেবল জেসিকা জেসমসের মতো বিখ্যাত চলচ্চিত্রের নির্মাতা জিম স্ট্রোজের পরিচালনায় টেক্সট ফর ইউ শিরোনামের এই চলচ্চিত্রটি অনেক ভালো কিছু হবে আশা করছি।’ এরইমধ্যে প্রিয়াঙ্কার পরিবারের সদস্য ও তার ভক্তরা শুভেচ্ছা জানানো শুরু করেছেন।