গায়িকা শানু’র আত্মপ্রকাশ!
অভিনয়শিল্পীদের সকলের সাহিত্যপ্রেম থাকে না। আবার অনেকের সাহিত্যপ্রেম থাকলেও অভিনয়ে ব্যস্ততার সঙ্গে সঙ্গে সেই অভ্যেসেরও মৃত্যু হয়। এর ভেতরে কেউ কেউ সাহিত্য চর্চা করলেও ধারাবাহিকভাবে সাহিত্য নিয়ে নিবিষ্ট থাকা সবার ক্ষেত্রে হয় না। শানারেই দেবী শানু সেই বিরলদের ভেতরে একজন।
গত কয়েকবছর ধরে নিয়মিত লিখছেন। বই প্রকাশ করছেন। এ বছর লিখেছেন ‘আমার একটা তুই চাই’। নিজের উপন্যাসকে কেন্দ্র করে একটি গান গেয়েছেন। নিজের কাজকে বিপণন করার ভেতরে কোনো লজ্জা নেই। তাই সৃজনশীল এই প্রতিভাকে প্রথমদিকে অনেকে শৌখিন ভাবলেও পরে সাহিত্যিক হিসেবে শানুকে দারুণভাবে গ্রহণ করেছেন। এবারে বইমেলা পেছালেও এরই ভেতরে অনলাইনে তার বই পৌঁছেছে পাঠকের ঘরে।
উপন্যাসকে কেন্দ্র করে গান প্রসঙ্গে শানু বলেন, ‘আমি নিজে যেহেতু গ্ল্যামার ইন্ডাস্ট্রির একজন, তাই বই নিয়ে শুভেচ্ছা বা এ নিয়ে টুকটাক প্রচারণা করতে ভালোবাসি। এই কাজটিও তেমনি অনেকটা হুট করে করা। আমি তো গায়িকা নই, বইয়ের জন্যই কয়েক লাইন লিখেছিলাম। সেটাই খেলাচ্ছলে গান হয়ে উঠল। বন্ধুদের পাগলামিতে ভিডিও তৈরি হলো।’