মাশরাফি থাকলে দলের জন্য ভালো
বঙ্গবন্ধু টি-২০ কাপের পর ক্রিকেটাররা ছুটিতে রয়েছেন। রিহ্যাবের কাজ করছেন এমন ক্রিকেটাররা ছাড়া অন্যদের মাঠে আনাগোনা নেই। সেদিক থেকে ব্যতিক্রম আল-আমিন হোসেন। ডানহাতি এই পেসার গতকাল অনুশীলনে ফিরেছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি একাডেমি মাঠে রানিং করেছেন আল-আমিন। কিছুটা সময় কাটিয়েছেন জিমেও। কয়েকদিন ফিটনেসের কাজ করার পর বোলিং শুরু করবেন বলে জানিয়েছেন অভিজ্ঞ এই পেসার।
বঙ্গবন্ধু টি-২০ কাপে চ্যাম্পিয়ন জেমকন খুলনার হয়ে পাঁচ উইকেট পেয়েছিলেন আল-আমিন। নিজের পারফরম্যান্সে পুরো সন্তুষ্ট নন তিনি। তবেও একই দলের হয়ে খেলা মাশরাফি বিন মুর্তজা বোলার হিসেবে সেরা পারফরম করেছেন বলেই জানালেন তিনি। চার ম্যাচে সাত উইকেট পাওয়া মাশরাফি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে থাকলে বাংলাদেশের জন্যই ভালো হবে মনে করেন আল-আমিন।
টেস্ট খেলেন না, টি-২০ থেকে অবসর নিয়েছেন, নেতৃত্ব ছাড়লেও ওয়ানডেতে বোলার মাশরাফি এখনো খেলতে চান। হোম সিরিজের দলে তার থাকা না থাকা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিজ্ঞ এই পেসারের সুযোগ পাওয়া সম্পর্কে আল-আমিন গতকাল বলেছেন, ‘দলে কে সুযোগ পাবে তা নির্বাচক, টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। মন্তব্য করা ঠিক না। আমার কাছে মনে হয় উনি ভালো শেপে আছে, যদি টিমে সিলেক্ট হয়, তাহলে টিমের জন্য ভালো হবে।’
ইনজুরি কাটিয়ে এসে বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলেছেন মাশরাফি। ক্যারিয়ার সেরা ৩৫ রানে ৫ উইকেটও পেয়েছেন চট্টগ্রামের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে। তার পারফরম্যান্স নিয়ে আল-আমিন বলেছেন, ‘উনার সঙ্গে খেলেছি, সবকিছু মিলিয়ে উনি খুব ভালো এক জন লিডার। মাশরাফি ভাই অনেকদিন ইনজুরড ছিল। সবকিছু মিলিয়ে উনি আসছে, আর উনার বেস্ট পারফরম টাই করেছে।’
বাংলাদেশের হয়ে ১৫ ওয়ানডেতে ২২ উইকেট নিয়েছেন আল-আমিন। গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছেন তিনি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সুযোগ পেলে বাংলাদেশের জয়ে অবদান রাখতে চান তিনি। ৩০ বছর বয়সি এই পেসার গতকাল বলেছেন, ‘সব সময়ই ন্যাশনাল টিমে খেলার টার্গেট থাকে। এমন কিছু করতে চাই যাতে বাংলাদেশের জয়ে অবদান রাখতে পারি।’