প্রভাবশালীর দেওয়া ইটের প্রাচীরে ২১ মাস অবরুদ্ধ এক পরিবার
নওগাঁর রাণীনগরে প্রায় ২১মাস ধরে নিজ বসতবাড়িতে ঢুকতে না পেরে পরিবার নিয়ে অন্যের বাড়িতে বসবাস করছে এক অসহায় পরিবার। বৃদ্ধ দাদিসহ পরিবারের সদস্যদের নিয়ে কষ্টের মধ্যে মানবেতর জীবনযাপন করছে রিপন উদ্দিন শাহ। বিভিন্ন জায়গায় ধর্না দিয়ে বিচার না পেয়ে হতাশাগ্রস্ত ওই পরিবারের সদস্যরা একযোগে আত্মহত্যা করার পথ বেছে নিতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, উপজেলার গোনা ইউনিয়নের ঘোষ গ্রামের ইয়াছিন আলীর ছেলে রিপন উদ্দিন শাহ্ ঘোষগ্রাম মৌজার ৪৮২ খতিয়ানে ৬১৬ দাগে তার পৈত্রিক সম্পত্তির ৩শতক জমির ওপরে প্রায় ১০ বছর আগে টিন দিয়ে বাড়ি তৈরি করেন। বাকি জায়গায় নানা জাতের গাছপালা লাগিয়ে তার পরিবার ও বৃদ্ধ দাদিকে নিয়ে বসবাস করে আসছিলেন। তার দাদি আম্বিয়া বেগম নাতি রিপন ও তার বোনদের গত ২০১৭ সালের ২৬ ডিসেম্বর রাণীনগর সাব-রেজিস্টার অফিসে ৫১৯৩ নং দলিলমূলে ৩ শতক জমি লিখে দেন।
শান্তিপূর্ণভাবে ভোগদখল ও বসবাসের এক পর্যায়ে গত বছরের মার্চ মাসে রিপন শাহ্ তার পরিবারসহ আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। এই সুযোগে পূর্ব পরিকল্পনা মোতাবেক স্থানীয় প্রভাবশালী জিয়ার উদ্দিনের ছেলে আব্দুল বারিক সরদার তার ভাড়াটিয়ে লোকজন নিয়ে রিপনের বসতবাড়ির চারিদিকে ৫-৭ ফিট উঁচু করে প্রাচীর দিয়ে ঘিরে ফেলেন। রিপন মই দিয়ে প্রাচীর টপকিয়ে বাড়িতে প্রবেশ করলেও চারিদিকে ইটের প্রাচীর অবরুদ্ধ থাকায় তার নিজ বাড়িঘর ছেড়ে স্বজনদের নিয়ে অন্যের বাড়িতে মানবেতর জীবন যাপন করছেন।
প্রভাবশালী আব্দুল বারিক সরদারের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি নন বলে জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-মামুন জানান, বিষয়টি জানার পর আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বারিক উদ্দিনকে জমির কাগজপত্র নিয়ে আসতে বললেও বারিক আসেননি।