ইরানে ভারী তুষারপাতে ১০ পর্বতারোহী নিহত
ইরানে ভারী তুষারপাতে কমপক্ষে ১০ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার উত্তর তেহরানের আলবর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। এছাড়া ঝড়ের কবলে পড়ে পারস্য উপসাগরে নিখোঁজ রয়েছেন একটি জাহাজের সাতজন ক্রু। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
গত কয়েকদিন ধরে ইরানের বেশ কয়েকটি জায়গায় ভারী তুষার ও বাতাসের কারণে অনেক রাস্তা বন্ধ রয়েছে
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার দু’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এরপর শনিবার মৃতের সংখ্যা ও নিখোঁজের সংখ্যা বাড়তেই পর্বতারোহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
ইরানের রেড ক্রিসেন্টের এমার্জেন্সি বিভাগের প্রধান জানিয়েছেন, তুষারপাতের কারণে পাহাড়েই ৯ জনের মৃত্যু হয়। অপর একজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় তার।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষক রয়েছেন।