পদ্মায় ধরা পড়ছে বড় আকৃতির দেশি মাছ
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা ও যমুনা নদীর মোহনায় প্রতিনিয়তই ধরা পড়ছে বড় বড় কাতল, বোয়াল, রুই, পাঙাশ, বাঘাইড়সহ বিভিন্ন প্রজাতির দেশি মাছ। গত কয়েক দিনের মতো মঙ্গলবার মধ্যরাতে দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটের অদূরে কার্গো ঘাটায় পাবনার জেলে কৃষ্ণ হালদারের জালে ১৮ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি কাতল এবং পদ্মা ও যমুনা নদীর মোহনায় মানিকগঞ্জের হরিরামপুরের জেলে বিকাশ হালদারের জালে ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়ে।
পরে বুধবার ভোর ৬টায় দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত আড়তে মাছ দুটি আনলে উন্মুক্ত নিলামে ফেরি ঘাটের মত্স্য ব্যবসায়ী মো. শাহজাহান মিয়া সম্রাট ২০ কেজি ৫০০ গ্রাম ওজনের কাতল মাছটি ১৫০০ টাকা কেজি দরে ৩০ হাজার ৭৫০ টাকা দিয়ে কিনে তাত্ক্ষণিকভাবে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৭০০ টাকা কেজি দরে ৩৪ হাজার ৮৫০ টাকায় বিক্রি করেন এবং ১৮ কেজি ৭০০ গ্রাম ওজনের মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১৪০০ টাকা কেজি দরে ২৬ হাজার ১৮০ টাকায় কিনে বেশি লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৫০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫০ টাকায় বিক্রি করেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা ভারপ্রাপ্ত মত্স্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, ‘এ মৌসুমে পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও এখন মাঝে মধ্যেই বড় বড় রুই, কাতল, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মিঠাপানির সুস্বাদু বড় মাছ পাওয়া যাবে। তবে মিঠাপানির সুস্বাদু বড় মাছ সাধারণত নদীতে এখন খুব একটা দেখা যায় না।