ইউরোপে করোনায় মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে
ইউরোপে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। এই প্রথম বিশ্বের কোনো অঞ্চলে এতো মানুষের মৃত্যু হওয়ার খবর জানা গেল। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানায়।
ব্রিটেনসহ ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে ক্রিসমাসের আগে লকডাউন জারি করা হয়েছে। তবে এসব পদক্ষেপের মধ্যে ব্রিটেনে নতুন ধরনের করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে যা নতুন ভাইরাসের চেয়ে ৭০ গুন বেশি দ্রুত ছড়ায়।
ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালিতে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। ব্রিটেনে ভাইরাসের নতুন যে ধরন শনাক্ত হয়েছে রবিবার ইতালিতেও ভাইরাসের সেই ধরন শনাক্ত হয়েছে। ডেনমার্ক এবং ফ্রান্সেও তা পাওয়া গেছে।